ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘প্রকাশ্যে গুলিবর্ষণকারী’ যুবলীগ ক্যাডার অমিত আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
‘প্রকাশ্যে গুলিবর্ষণকারী’ যুবলীগ ক্যাডার অমিত আটক ‘প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের’ ভিডিও ফুটেজ

চট্টগ্রাম: নগরীর মোমিন রোড ঝাউতলা এলাকায় ‘প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী’ যুবলীগ নামধারী ক্যাডার অমিত মুহুরীকে (৩০) আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে অমিতকে নগরীর নন্দনকানন এলাকা থেকে আটক করা হয়েছে।

গত ২৮ এপ্রিল রাতে ঝাউতলায় স্থানীয় কিশোর-তরুণদের মধ্যে ঝগড়া হয়।   এর এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে।

  সেখানে অমিত মুহুরীর অস্ত্র উঁচিয়ে গুলি করার তথ্য ভিডিও ফুটেজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন।

ওসি জানান, পহেলা বৈশাখের সময় অমিত মুহুরী পুলিশের উপর হামলা করেছে।

  ঝাউতলায় তার গুলি করার ছবি আমাদের কাছে সংরক্ষিত আছে।   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তানজিরুল হককে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা আছে।

এছাড়া এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ অমিত মুহুরীর বিরুদ্ধে আছে জানিয়ে ওসি বলেন, আটটির মতো মামলা আছে।   সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

নগরের নন্দনকানন এলাকার ক্যাডার হিসেবে পরিচিত অমিত মুহুরী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী।   চাঞ্চল্যকর সিআরবির জোড়া খুনের মামলার আসামি অমিতকে ২০১৫ সালের ৫ নভেম্বর নগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল।   পরে অমিত জামিনে বেরিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।