ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়ুদূষণ

বায়েজিদের ৪টি স্টিলমিল বন্ধ করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বায়েজিদের ৪টি স্টিলমিল বন্ধ করা হবে পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রাম: বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী বায়েজিদের চারটি স্টিল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মিলগুলো হচ্ছে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেঞ্জ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বায়েজিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিএসএস করপোরেশন।

মঙ্গলবার (২৩ মে) পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানের পর বৃহস্পতিবার (২৫ মে) বায়ুদূষণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় শুনানির জন্য হাজির হতে বলা হয়।

এনফোর্সমেন্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এবং উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। শুনানি শেষে স্টিলমিলগুলোকে বায়ূদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

অন্যথায় চারটি স্টিল বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad