ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নদী চলে যাবে জানি, সাগরের টানে...

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নদী চলে যাবে জানি, সাগরের টানে... শিল্পী সমরজিৎ রায় এরপর গেয়ে ওঠেন জি কে দত্তের কথা ও নিজের সুরে 'ও রূপসী চাঁদ’। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: 'নদী চলে যাবে জানি, সাগরের টানে' প্রয়াত কিংবদন্তি শিল্পী মৃণাল চক্রবর্তীর এ অমর গান গেয়ে স্বনামধন্য শিল্পী সমরজিৎ রায় চোখের পানি ধরে রাখতে পারলেন না।

বুধবার (২৪ মে) সন্ধ্যায় আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত স্বনামধন্য শিল্পী সমরজিৎ রায়ের বিশেষ সংগীতানুষ্ঠানে শিল্পীর সাথে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আসা শ্রোতাদেরও কাঁদিয়েছেন।
 
‘গানে গানে আড্ডা’ শিরোনামে এ অনুষ্ঠানটি কিংবদন্তি শিল্পী মৃণাল চক্রবর্তীকে উৎসর্গ করা হয়।
 
সমরজিৎ একে একে গেয়ে ওঠেন 'এত সুর আর এত গান', 'বধূয়া আমার চোখে জল এনেছে', 'তুমি সুন্দর যদি নাহি হও', 'ও আকাশ প্রদীপ'।
 
শিল্পীর সুরেলা ও শ্রুতিমধুর গান শুনে শ্রোতারা করতালিতে মুখরিত করে তোলেন টিআইসি মিলনায়তনে।
 
আঁখির মনমাতানো সঞ্চালনায় এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সমরজিৎ রায় এরপর গেয়ে ওঠেন, জি কে দত্তের কথা ও নিজের সুরে 'ও রূপসী চাঁদ, রূপকে ঢাকো, অতি ঝলমলে করা, সত্যি ভালো নাকো', 'মৃত্যুকালে স্বপ্নজাল মায়া কেন, মন মাতার সাঁঝ সকাল', 'যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে', ' যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে,' ‘আমি যামিনী, তুমি শশী হে', 'ও চাঁদ সামলে রাখো জোছনাকে',  'আমি এক আকাশের মত একেলা', 'ললিতা, ওকে আজ চলে যেতে বল না'সহ শ্রোতাদের অনুরোধে বেশ কয়েকটি জনপ্রিয় গান।

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ১০৩তম আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মনোজ সেনগুপ্ত, ওপার বাংলার শিল্পী মৃণাল চক্রবর্তীর সহধর্মিণী উমা চক্রবর্তী প্রমুখ।
 
এ গুণী শিল্পীর সাথে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় অনুপ কুমার মিত্র লিটন, কি-বোর্ডে সৃজন, অক্টোপ্যাডে জুয়েল, লিড গিটারে রাজীব ও বেজ গিটারে সজল।

সমরজি‍ৎ রায় ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং সমগ্র ভারতের গান্ধর্ভ মহাবিদ্যালয়ের সংগীতবিশারদের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এ শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ সমরজিৎ ডিবি পলুস্কর অ্যাওয়ার্ডসহ আটটি পুরস্কার পান।  
 
পরবর্তীতে গান্ধর্ভ মহাবিদ্যালয়ে তিনি প্রায় ১১ বছর শাস্ত্রীয়সংগীত বিষয়ে শিক্ষকতা করেন। ২০১৬ সালে তিনি লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড পান।

বর্তমানে কিংবদন্তি শিল্পীদের পুরোনো দিনের সব ঘরানার গান গেয়ে দেশ-বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছেন। দেশ -বিদেশের নানা প্রান্তে গানের ফেরিওয়ালা হয়ে শ্রোতাদের গান শোনাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।