ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া জামায়াতের আমিরসহ আটক ৬

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
সাতকানিয়া জামায়াতের আমিরসহ আটক ৬ সাতকানিয়া জামায়াতের আমিরসহ আটক ৬

চট্টগ্রাম: নগরীতে গোপন বৈঠক থেকে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির আবুল ফয়েজসহ (৫৮) সংগঠনটির ছয় নেতাকর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৪ মে) রাত পৌনে ৯টার দিকে নগরীর চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোডে একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক হওয়া ছয়জনের একজন ফরমান সিকদার (৩৬) আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী এবং জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

বাকি চারজন জামায়াতের কর্মী।   এরা হলেন, রেজাউল করিম (৩৬), সরওয়ার কামাল (৪৬), তারেক হোসেন (২৯) এবং আহমদ ছফা (৪২)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এ এম এম হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, রমজানের প্রস্তুতির নামে তারা গোপনে নাশকতা সংঘটনের জন্য বৈঠক করছিল।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছয়জনকে আটক করেছি।   তাদের কাছ থেকে সাংগঠনিক বিভিন্ন নথিপত্র, লিফলেট ও ছোট ক্যালেন্ডার উদ্ধার করা হয়েছে।

আটক আবুল ফয়েজ সাতকানিয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক।   আটক সবার বাড়ি সাতকানিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

হুমায়ন জানান, তারেকের বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা আছে।   বাকিদের বিরুদ্ধে মামলা আছে।   মামলার বিষয়টি আরও যাচাইবাছাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।