ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘চাঁদরাতে’ বিক্রির টাকা থানায় জমা রাখার পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
‘চাঁদরাতে’ বিক্রির টাকা থানায় জমা রাখার পরামর্শ সিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন (ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

চট্টগ্রাম: ‘চাঁদরাত’ হিসেবে পরিচিত ঈদুল ফিতরের আগের দিন পণ্য বিক্রির টাকা থানায় জমা রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।  ব্যাংক বন্ধ থাকায় নগরীর ১৬টি থানাকে জিডিমূলে টাকা জমা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (২৪ মে) রমজান ও ঈদুল ফিতরের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সিএমপি কমিশনার এই পরামর্শ দেন।  পরে বিষয়টি তিনি সংবাদ সম্মেলনেও জানান।

সিএমপি কমিশনার বলেন, মার্কেটের ব্যবসায়ীদের বলেছি রমজানের প্রতিদিন বিক্রির টাকা তারা পরদিন ব্যাংকে রাখতে পারবেন।   কিন্তু রমজানের শেষদিন অর্থাৎ ঈদের আগের দিন ব্যাংক বন্ধ থাকবে।

  সেক্ষেত্রে কোন ব্যবসায়ী যদি চুরি-ডাকাতির আশংকা করেন তাহলে জিডি করে সেই টাকা থানায় রেখে যেতে পারবেন।    ঈদের পরে অথবা সুবিধাজনক সময়ে তারা সেই টাকা ফেরত নিতে পারবেন।  

বেশি পরিমাণ  টাকা বহনের জন্য পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শও দিয়েছেন সিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, মাসুদ উল হাসান এবং সালেহ মো.তানভির।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।