ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসংগতি তুলে ধরে জাতিকে পথ দেখান সাংবাদিকরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
অসংগতি তুলে ধরে জাতিকে পথ দেখান সাংবাদিকরা মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অতিথিরা

চট্টগ্রাম: গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। তাই সমাজকে সঠিক পথে আনতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নানা অসংগতি তুলে ধরে সাংবাদিকরাই পালন করেন সমাজ তথা জাতিকে পথ দেখানোর ভূমিকা।

বুধবার (২৩ মে) রাতে নগরীর রীমা কনভেনশন সেন্টারে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি নাইটে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।

সাবেক মেয়র এম মনজুর আলমসহ অতিথিরা

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল ও সংগঠনের সাবেক সভাপতি এনামুল হকের পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এম মনজুর আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক মো. আলী, সাবেক সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহনেওয়াজ রিটন, সাবেক পিপি কফিল উদ্দীন, সরফুদ্দিন চৌধুরী রাজু, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ  নগর বিএনপির সম্পাদক আবুল হাসেম বক্কর, সোলাইমান আলম শেঠ, গাজী টিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, খুলশী ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, ব্যবসায়ী হাজি সাহাব উদ্দীন, সোলায়মান বাদশা, খন্দকার নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে।

এতে যেমন ঝুঁকি বাড়ছে, তেমনি সমাজ বদলানোর জন্য সাংবাদিকদের ওপর মানুষের আস্থাও বাড়ছে। তাই শুদ্ধ সমাজ বিনির্মাণে সাংবাদিকদের পিছপা হলে চলবে না।

সংবাদকর্মীদের প্রযুক্তিবান্ধব হয়ে ওঠার আহ্বান জানান তারা।

গান করেন শিল্পী জনি বড়ুয়াসহ অন্যরা

উপস্থিত ছিলেন নাছিরুল আলম, সামসুল আলম, অমিত দাস, আবু জাহেদ, দীপঙ্কর দাশ, হাসান উল্লাহ, আহাদুল ইসলাম, এমরাউল কায়েস, রনি দাশ, আজিজুল কদির, সনজীব দে, রবিউল হোসেন, আলী আকবর, সুমন গোস্বামী, মো. আলমগীর, ইসমাইল হোসেন পলাশ, রতন দাশ, বাবুন পাল, শাহরিয়ার নাজিম, আশরাফুল আলম চৌধুরী, শীতল মল্লিক, সঞ্জয় মল্লিক, বাসু দেব, আরশাদ আলী, সেলিম উল্লাহ, নুর জামাল আতিক, সাইফুল ইসলাম, নুর হাসিব ইফরাজ, পারভেজুর রহমান, সাইমুন আল মুরাদ প্রমুখ।

সংগীত পরিবেশন করেন রাজশ্রী আচার্য্য, সুমাইয়া ইসলাম রাইসা, মাহতাব করিম সামী, জনী বড়ুয়া, নাজমা আকতার সুইটি, জুয়েল পাল, রিফাত চৌধুরী লিজা, ইলমা, জুলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২২, ২০১৭

এআর/টিসি ­­

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।