ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পানির জন্য রাস্তায় ছাত্রীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
চবিতে পানির জন্য রাস্তায় ছাত্রীরা চবিতে পানির জন্য রাস্তায় ছাত্রীরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের ছাত্রী ব্লকে দুই সপ্তাহ ধরে পানি নেই অভিযোগ করে রাস্তায় নেমেছে ৩০ শিক্ষার্থী।  এসময় তারা সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন।

বুধবার (২৪ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মেইন গেটে তালা ঝুলিয়ে এর প‌্রতিবাদ জানায় তারা।

সূর্যসেন হলের ছাত্রী ব্লকের আবাসিক শিক্ষার্থী ও ফরেস্ট‌্রি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট সায়েন্সের সূচি বাংলানিউজকে বলেন, প‌্রায় দুই সপ্তাহ ধরে পানির কষ্টে দিন কাটাচ্ছি।

অনেকেরই পরীক্ষা চলছে। তাদের পড়ালেখার ক্ষতিতো হচ্ছেই পাশাপাশি নিত্যনৈমত্তিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে।

নাম প‌্রকাশ না করে আরেক শিক্ষার্থী বলেন, এ ব্যাপারে প‌্রভোস্টকে বারবার বলার পরও তিনি কোন ধরনের ব্যবস্থা নেননি।

মাস্টার দা সূর্যসেন হলের প‌্রভোস্ট অধ্যাপক ড. মিজবাহুজ্জামান বাংলানিউজকে বলেন, বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় পানি তোলা সম্ভব হয়নি। তবে সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প‌্রশাসনকে জানানো হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মেইন গেটে তালা দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে যান রেজিস্ট‌্রার অধ্যাপক ড.কামরুল হুদা। তিনি এসময় এ বিষয়ে দ্রুত প‌্রধান প‌্রকৌশলীকে জানানো হবে এবং সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করার আশ্বাস দিলে ছাত্রীরা তালা খুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।