ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘গণতন্ত্রের সংগ্রামের পীঠস্থান এমইএস কলেজ’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
‘গণতন্ত্রের সংগ্রামের পীঠস্থান এমইএস কলেজ’ বেলাল-মানিক-মঈনুল স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভা

চট্টগ্রাম: আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে।  বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের ঐতিহ্যবাহী পীঠস্থান হচ্ছে এই কলেজ।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া হাসানুল করিম মানিক এবং সন্ত্রাসীদের হাতে নিহত রবিউল হোসেন বেলাল ও এমইএস কলেজ ছাত্রসংদের সাবেক জিএস মঈনুল করিমের স্মরণসভায় তিনি এই কথা বলেন।

নগরীর লাভ লেনের একটি কমিউনিটি সেন্টারে সোমবার বিকেলে বেলাল-মানিক-মঈনুল স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক কাউন্সিলর মামুন উর রশিদ মামুন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, নগর আওয়ামী লীগের পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান, প্রয়াত ছাত্রনেতা মঈনুল করিমের ভাই রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা মিথুন বড়ুয়া, শাহনেওয়াজ চৌধুরী, সরফরাজ নেওয়াজ মাসুদ, এএম কুতুব উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, শিবু প্রসাদ চৌধুরী, পংকজ রায়, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, হাবিবুর রহমান তারেক, মেজবাহ উদ্দিন মোরশেদ, চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইয়াছিন আরাফাত কচি, রাহুল বড়ুয়া রুমেল, নগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।