ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রার্থী দুই, ভোটার ১৫৪

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২২, ২০১৭
প্রার্থী দুই, ভোটার ১৫৪

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদের ফটিকছড়ির ৬ নম্বরে ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ৩১ মার্চ ফটিকছড়ি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ড. মাহমুদ হাসান আকস্মিকভাবে মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়ে যায়।

ফটিকছড়ি উপজেলা পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য আসনের এ উপ-নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ প্রার্থী।

তারা হলেন- আখতার উদ্দিন মাহমুদ (অটোরিকশা) ও মো. আমান উল্লা খাঁন চৌধুরী (টিউবওয়েল)।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পরিষদের ফটিকছড়ির ৬ নম্বরে ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ১৫৪ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরমধ্যে নির্ধারিত ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, কাউন্সিলরগণ এবং বাগানবাজার দাঁতমারা, নারায়ানহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, নানুপুর ও রোসাংগিরী ইউনিয়নের চেয়ারম্যানগণ, সংরক্ষিত (মহিলা) ইউপি সদস্য, সাধারণ ইউপি সদস্যগণ এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনের কমিশনের অধীনে তফসিল অনুযায়ী শূন্য হওয়া চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে ফটিকছড়ির ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২ জন প্রতিদ্ব্ন্দ্বীতা করছেন। সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ’

২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মত চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা পরিষদের অধীনে নির্ধারিত ১৫টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের ভোটে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম চেয়ারম্যান এবং ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৪ জন সাধারণ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ৩১ মার্চ ফটিকছড়ি ওয়ার্ডের সদস্য ড. মাহমুদ হাসান আকষ্কিক প্রয়াত হওয়ায় পদটি শূন্য হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২২, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।