ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ট্রেলিয়াকে চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানালেন মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২২, ২০১৭
অস্ট্রেলিয়াকে চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানালেন মেয়র অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ব্যাপক ভাবে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: দেশের অর্থনীতির হৃদপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ব্যাপক ভাবে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২২ মে) দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মেয়র এ আহ্বান জানান।

হাইকমিশনার এবারই প্রথম চট্টগ্রাম সফর করছেন জানিয়ে বলেন, চট্টগ্রাম বাংলাদেশ তথা এই অঞ্চলের প্রধান সমুদ্রবন্দর।

যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এখানকার জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কেও তার জানা আছে।
তিনি এ শিল্পের ভবিষ্য‍ৎ সম্ভাবনা ও বিশ্ব বাণিজ্যে এ শিল্পের ভূমিকা সম্পর্কে মেয়রকে অবহিত করেন।

মেয়র বরেন, চট্টগ্রাম বন্দরনগরী ও প্রধান বাণিজ্যিক এলাকা। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সমস্যাসহ কিছু সমস্যা আছে। যেগুলো সমাধানের মাধ্যমে চেষ্টা করছি চট্টগ্রামকে বিশ্ব মানের নগরীতে রূপান্তর করার।

মেয়র হাইকমিশনারকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। ‍

এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, সিটি মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২২, ২০১৭

এআর/টিসি ­­

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।