ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গিবাদের পিঠে কবিতার চাবুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
জঙ্গিবাদের পিঠে কবিতার চাবুক জঙ্গিবাদের পিঠে কবিতার চাবুক

চট্টগ্রাম: 'জঙ্গিবাদের পিঠে কবিতার চাবুক' স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অষ্টম আবৃত্তি উৎসব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আয়োজনে এ উৎসবে এবার সম্মাননা পাচ্ছেন দেশবরেণ্য নন্দিত কবি হেলাল হাফিজ।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, নন্দিত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম ও রণজিৎ রক্ষিত।

শ্বাশত সুন্দরের অনিবার্য অভুথ্যান কবিতা- এ মননে আবৃত্তিশিল্পীদের পরিবেশনা ছাড়াও এবারের উৎসবে আবর্তনের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

কবিতা-কথামালা নিয়ে বর্ণাঢ্য এই উৎসবে আয়োজকদের পক্ষে শিবা চৌধুরী সকলে উপস্থিতি প্রত্যাশা করেছেন। প্রতিদিন সকাল ১১টা থেকে অনুষ্ঠান চলবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ২২, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।