ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গানের দল ‘মেঘদূত’র আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ২১, ২০১৭
গানের দল ‘মেঘদূত’র আত্মপ্রকাশ কনসার্টের মাধ্যমে ভিন্ন ঘরানার গানের দল ‘মেঘদূত’ আত্মপ্রকাশ করেছে।

চট্টগ্রাম: কনসার্টের মাধ্যমে ভিন্ন ঘরানার গানের দল ‘মেঘদূত’ আত্মপ্রকাশ করেছে। রোববার (২১ মে) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দলটি যাত্রা শুরু করলো।

শুরুতেই ‘ধনধান্যে পুষ্পে ভরা’ এ দেশাত্মবোধক গান  এবং সদ্যপ্রয়াত গুণী শিল্পী লাকি আখন্দের গানের মধ্য দিয়ে মেঘদূতের সূচনা করেন দলের শিল্পীরা। এরপর দলটির ভোকালে অনন্ত সেন্টু ও সমুলতা সমু কান্তা ডুয়েট এবং একক গান গেয়ে শ্রোতাদের মনযোগ আকর্ষণ করেন।
 
এরপর শিল্পীরা একে একে ৮টি মৌলিক গান ও ৪টি প্রচলিত গান গেয়ে তরুণ শ্রোতাদের মন জয় করেন। পাশাপাশি শ্রোতাদের অনুরোধ বেশ ক’টি জনপ্রিয় গান করেন।
 
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি জসিম উদ্দিনসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
 
ব্যান্ড সঙ্গীত জগতের নক্ষত্র আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎ’র মতো অনেক গুণী শিল্পীর শহর ও অনুপ্রেরণার বাতিঘর এ বন্দরনগরী। সেই অনুপ্রেরণাকে বুকে ধারণ করে সঙ্গীতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে দীর্ঘ সাধনার ফল আজকের ‘মেঘদূত’।
 
দলটিতে কি-বোর্ডে মন্টি, গিটারে তৌরিন, ড্রামসে দীপ, একোস্টিক গিটারে অনিক এবং বেইজ গিটারে ফাহিম।
 
সম্পূর্ণ ভিন্নমুখী জীবনধারার কিছু মৌলিক গান নিয়ে একঝাঁক তরুণ-তরুণী নিয়ে ‘মেঘদূত’ গানের দল। নতুন ধারা পরিবর্তনের পাশাপাশি শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যে এ গানের দলের আত্মপ্রকাশ বলে জানিয়েছেন দলপ্রধান অনন্ত সেন্টু।
 
বাংরাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।