ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালেদা জিয়ার মনোবল দুর্বল করতে তল্লাশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
খালেদা জিয়ার মনোবল দুর্বল করতে তল্লাশি

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। রোবাবর বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, ইছহাক চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, অ্যাডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন, সেলিম চেয়ারম্যান, সৈয়দ নাসির উদ্দিন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, আবু হাসনাত, কুতুব উদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির ঘটনা খুবই ন্যাক্কারজনক।

তল্লাশি চালিয়ে কিছুই বের করতে পারেনি পুলিশ। খালেদা জিয়ার মনোবলকে দুর্বল করতেই স্বৈরাচারী সরকার প্রশাসন দিয়ে বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাকে নেতাকর্মীদের থেকে বিচ্যুত করার জন্য অনেক অপচেষ্টা চালানো হচ্ছে।

বেগম খালেদা জিয়ার ভিশণ ২০৩০ পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত উল্লেখ করে বক্তারা বলেন, ঈষর্¦ান্বিত হয়ে সরকার দেশনেত্রীর মনোবল দুর্বলের চেষ্টা করছে। ভিশন ২০৩০ বাস্তবায়নে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯০৯ঘণ্টা, মে ২১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।