ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম: চিকিৎসক ও চিকিৎসা-প্রতিষ্ঠানে হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা মানববন্ধন করেছে। এ সময় কালোব্যাজ পরিয়ে দেওয়া হয় চিকিৎসকদের।  

রোববার (২০ মে) বেলা একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এ মানববন্ধন হয়। এতে চমেক, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক ইমরান বিন ইউনূস, অধ্যাপক জগদীশ চন্দ্র দাশ, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, ডা. নূর হোসেন ভূঁইয়া, ডা. আরিফুল আমিন প্রমুখ।

মানববন্ধনে জানানো হয়, ২১-২৫ মে কর্মস্থলে কালোব্যাজ ধারণ, ২৩ মে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ এবং ২৫ মে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করা হবে।

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

'সেন্ট্রাল হাসপাতালে ছাত্রীর মৃত্যুর পরের ঘটনা দুঃখজনক'

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৯, ২০১৭

এআর/টিসি      ­­

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।