ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ষাটোর্দ্ধ বৃদ্ধের পেটে দেড় হাজার ইয়াবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
ষাটোর্দ্ধ বৃদ্ধের পেটে দেড় হাজার ইয়াবা ষাটোর্দ্ধ বৃদ্ধের পেটে দেড় হাজার ইয়াবা

চট্টগ্রাম: তিনটি ছোট বাক্সে দেড় হাজার পিস ইয়াবা বিশেষ কৌশলে পায়ূপথ দিয়ে পেটে ঢুকিয়ে নগরীতে আসছিল ষাটোর্দ্ধ বৃদ্ধ আলী আহমদ।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম নগরীর ফিরিঙ্গিবাজারে তাকে আটক করে।  এরপর ইয়াবাগুলো বের করা হয়।

রোববার (২১ মে) ভোরে আলী আহমদকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন অধিদপ্তরের মেট্রো শাখার উপ-পরিচালম শামীম আহমদ।

তিনি জানান, আলী আহমদের বাড়ি লোহাগাড়া উপজেলায়।

বয়স ৬৯ বছর। কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে বিক্রির জন্য তিনি চট্টগ্রাম নগরীতে আসছিলেন।
  শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাস থেকে নেমে পায়ে হেঁটে তিনি নগরীতে প্রবেশ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ইয়াবাগুলো উদ্ধারের পর বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ২১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।