ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
রাউজানে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাউজানে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম: সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এর সমাপনী পর্ব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে (শনিবার) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গশ্চি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।

প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছে গহিরা উচ্চ বিদ্যালয়ের বিজয়া ভৌমিক মনি।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘জঙ্গিবাদ দমনে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতাই অধিক কার্যকরী। ’

প্রতিযোগিতার আহবায়ক আরিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সেন্ট্রাল বয়েজ অব রাউজানের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা।

এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, সংবর্ধিত অতিথি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক ও ছড়াকার রাশেদ রউফ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ফ্যামিংগো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ গনি নয়ন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এ এইচ এম কামরুল হাসান, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ইন্ডিপেন্ডেট টিভির স্টাফ রিপোর্টার ইফতেখার ফয়সাল, পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, মো. হাবিবুল হক, মো হানিফ, অরুণ বিজয়, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন, এস এম মুহিবুল্লাহ, ইউসুফ আমিন, তপন দে, সভাপতি সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।