ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে....

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে....

চট্টগ্রাম: ‘একি লাবণ্য পূর্ণ প্রাণ, প্রাণেশ হে, আনন্দবসন্ত সমাগমে; বিকশিত প্রীতিকুসুম হে, পুলকিত চিতকাননে’-রবীন্দ্রনাথের এই জনপ্রিয় গানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বনামধন্য সংগীতশিল্পী শ্রেয়সী রায়ের একক রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান।

শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় (শনিবার) থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ (টিআইসি) মিলনায়তনে অভ্যুদয় সংগীত অঙ্গনের আয়োজনে ‘প্রাণের টানে রবির গানে’ এ শিরোনামে সংগীতানুষ্ঠান।
 
এরপর শিল্পী একে একে গেয়ে ওঠেন ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে’, ‘আনন্দধারা বহিছে ভূবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগণে’, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই’।
 
টিআইসি মিলনায়তনে বেহালার সুর আর কিবোর্ডের বাদনে শিল্পী শ্রেয়সী রায় শ্রোতাদের মনযোগ আকর্ষণ করেন। শ্রেয়সী রায়ের গায়কিতে রবীন্দ্রগানের অজানা খনির নতুন মণির সন্ধ্যান-চর্চা ও অনুভব পরিবেশনায়।
 
এরপর গেয়ে ওঠেন ‘অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে’, ‘মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই’, ‘জগতে আনন্দ যজ্ঞে, আমার নিমন্ত্রণ’, ‘নয়নে তোমারে পাইনে দেখিতে’ সহ রবী ঠাকুরের আরও বেশ কয়েকটি গান।
 
অভ্যুদয় সংগীত অঙ্গনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন বসাক জানান, রবীন্দ্রসঙ্গীতের আবহে শিল্পী শিল্পী শ্রেয়সী রায়ের বেড়ে ওঠা; তাঁর বাবা দেশের সর্বজনশ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ, শব্দসৈনিক শিল্পী অজিত রায়ের তত্ত্বাবধানে রবীন্দ্রনাথের গান তাঁর কাছে সার্বিক অর্থেই প্রেরণা, যে গান আমাদের জীবনের নানা অনুষঙ্গে অনুঘটক হিসেবে সদা সক্রিয়
 
সব্যসাচীর সঙ্গীতায়োজনে অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন কী-বোর্ডে-নিখিলেশ বড়ুয়া লিংকন বড়ুয়া, অক্টোপ্যাডে রনী চৌধুরী, তবলায় সানি দে প্রীতম আচার্য্, লিড গিটারে বিজয় দাশ, অ্যাকুইস্টিক গিটারে আবুল কালাম আজাদ, বেইজ গিটারে তন্ময় বড়ুয়া এবং বেহালায় রিকি বসাক
 
বাংলাদেশ সময়: ২২৫৫ঘণ্টা, মে ২০, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।