ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কিশোরী নিপীড়ন, চসিকের পরিচ্ছন্ন কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
কিশোরী নিপীড়ন, চসিকের পরিচ্ছন্ন কর্মী আটক

চট্টগ্রাম: নারী পরিচ্ছন্ন কর্মীর মেয়েকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক পুরুষ পরিচ্ছন্ন কর্মীকে আটক করে পুলিশ।  তার নাম আবুল হোসেন (৪০)।

শনিবার রাত নয়টার দিকে নগরের পাহাড়তলী থানার পাহাড়তলী বাজার থেকে তাকে আটক করা হয়।  

আবুল হোসেনের বিরুদ্ধে নারী পরিচ্ছন্ন কর্মী তার ১৪ বছরের কিশোরী মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।

 তবে দুজনের মধ্যে বিবাদের জের ধরে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে বলে সহকর্মীদের জানিয়েছেন আবুল হোসেন।

সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর সাবের আহমদ বাংলানিউজকে বলেন, শনিবার রাতে কাজ করার সময় পাহাড়তলী বাজার থেকে এক পরিচ্ছন্ন কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পরে পাহাড়তলী থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ওই পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে।  তবুও বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছি।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের তত্ত্বাবধায়ক আজিজুল হক রব্বানী বলেন, আবুল হোসেন আমার তত্ত্বাবধানে কাজ করেন। রাতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। যে মেয়েটিকে যৌন নিপীড়ন করেছে বলা হচ্ছে তার মাও অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তার সঙ্গে কথা বলেছি।  তিনি বলেছেন শুক্রবার রাতে তার মেয়েকে নিপীড়ন করেছে।  তিনি তখন কাজে ছিলেন।  

তবে আবুলের সঙ্গে ওই নারী পরিচ্ছন্ন কর্মীর মনোমালিন্যের কথা তিনিও শুনেছেন বলে জানিয়েছেন।  

এ প্রসঙ্গে জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সুনির্দিষ্টভাবে কিছু বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ২০, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।