ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘প্রশাসনে বসে আয়ের চেষ্টা করলে সুশাসন প্রতিষ্ঠা হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
‘প্রশাসনে বসে আয়ের চেষ্টা করলে সুশাসন প্রতিষ্ঠা হবে না’ ‘প্রশাসনে বসে আয়ের চেষ্টা করলে সুশাসন প্রতিষ্ঠা হবে না’

চট্টগ্রাম: জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ‘প্রশাসনের লোকজন বসে বসে আয়ের চেষ্টা করলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না।’

শনিবার (২০ মে) বিকেলে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘সরকারের দেওয়া বরাদ্দে প্রশাসন ও জন প্রতিনিধিরা যথাযথ ভাবে কাজ করলে কোন ধরনের অনিয়ম করা সম্ভব নয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম সামমুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার মো. পেয়ারু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ বেগম।

পটিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী ইদ্রিস, আশিয়া ইউপি চেয়ারম্যান এমএ হাশেম, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, সমবায় কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী, কাউন্সিলর খোরশেদ গনি, আবু ছৈয়দ, শেখ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রূপক সেন প্রমুখ।

অনুষ্ঠানে মতামত তুলে ধরে বক্তব্য দেন প্রবীন সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক রবিউল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভিক্ষুকমুক্ত কর্মসূচির আওতায় ১০জন পুরুষ মহিলা ভিক্ষুককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্যানগাড়ি, সেলাই মেশিনসহ জন প্রতি ২০ হাজার টাকা করে দুই লাখ টাকার সামগ্রী বিতরণ করা হয়।

একইদিন  দুপুরে জেলা প্রশাসক উপজেলার ধলঘাট ইউনিয়নে প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে নির্মিত স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।