ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইউডব্লিউ’র ৫ম সমাবর্তন

‘তোমরা শান্তির জন্য কাজ করো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মে ২০, ২০১৭
‘তোমরা শান্তির জন্য কাজ করো’ বক্তব্য দিচ্ছেন এইউডব্লিউ’র চ্যান্সেলর শেরি ব্লেয়ার। ছবি উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকেলে চট্টগ্রামের হোটেল রেডিসনের এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক শেষ করা ৮৫জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। তাদের অনেকেই বাংলাদেশের।

বাকিরা ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিস্তান, ভিয়েতনাম, আফগানিস্তান, মায়ানমার, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা ও ভুটান থেকে এসেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. দিপু মণি, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শেরি ব্লেয়ার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নির্মলা রাও, হংকং এর বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসনিক বিভাগের সাবেক মূখ্য সচিব অ্যানসন চান, ভিভিও বার্তায় বক্তব্য দেন হাভার্ড ইউনিভার্সিটির সরকার উন্নয়ন বিভাগের অধ্যাপক ড্যানিয়েল অ্যালেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন আফগানিস্তানের ফাস্ট লেডি রুলা গণি।

এশিয়ান ইউনিভার্সিটি অব ওম্যান এর সমাবর্তন অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করf সমবর্তিত ছাত্রীরা।  ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এতে তিনজন বিশিষ্টজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। তারা হলেন, আফগানিস্তানের ফাস্ট লেডি রুলা গণি, হংকং এর বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসনিক বিভাগের সাবেক মূখ্য সচিব অ্যানসন চান ও হাভার্ড ইউনিভার্সিটির সরকার উন্নয়ন বিভাগের অধ্যাপক ড্যানিয়েল অ্যালেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন অর্থনীতি বিভাগ থেকে স্নাতক নেওয়া বাংলাদেশী শিক্ষার্থী সানজিদা আফরিন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা আফগানিস্তানের ফাস্ট লেডি রুলা গণি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বের জন্য সবচেয়ে ভালো জিনিসটা তোমরাই বের করে আনতে সক্ষম। দেশে দেশে সংঘাত, হানাহানির প্রচেষ্টা তোমাদেরকেই রুখে দিতে হবে। সবাই সমান-এই বার্তা তোমাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। ’সনদ তুলে দিচ্ছেন অতিথিরা

বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর শেরি ব্লেয়ার বলেন, ‘আজ থেকে নয় বছর আগে মাত্র একটি ভবনে ছয়টি দেশের ১৩১ জন শিক্ষার্থী নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) যাত্রা শুরু হয়েছিল। এবার আমরা পঞ্চমবারের মতো এই অঞ্চলের ১৫ টি দেশ থেকে তার চেয়ে বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। যে ভবনটিতে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেটি এখন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের একটি অংশমাত্র। আজ আমাদের ৯টি ভবন আছে। আজকের ৮৫ জনসহ মোট ৫৫০ জন শিক্ষার্থী এখান থেকে গ্র্যাজুয়েট শেষ করেছে। ’

তিনি আরও বলেন, ‘এখন আমি সারাবিশ্বের যে কোনো জায়গায় এইউডব্লিউ’র কল্যাণে কথা বলতে পারি। তার মূল কারণ-আমাদের শিক্ষার্থীদের অসামান্য গুণ-মান। ’সনদ পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নেতৃস্থানীয় এই আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তারা অর্ডিনারি নয়, তাঁরা এক্সট্রা অর্ডিনারি। তাঁদের মনোবল অনেক বেশি দৃঢ়। তাঁরা পৃথিবীর সকল অন্যায়, অবিচার ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ভয়হীনভাবে কাজ করবে বলে আমি আশাবাদী। ’

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতার কথা তুলে ধরতে গিয়ে ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার বলেন, ‘আজ থেকে অনেকবছর আগে আমি যখন প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে সফরে আসি তখন এক শ্রীলংকান শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছিল। সে তার একটি পরিকল্পনার কথা বলেছিল। সেই পরিকল্পনা ছিল সে একটা ব্যাংক গড়ে তুলবে। শুধু পরিকল্পনা না, সে ব্যাংকের নামও নির্ধারণ করে ফেলছিল। সে কৃষক ও জেলেদের জন্য ব্যাংক করার কথা বলেছিল। এমন সৃজনশীল পরিকল্পনা ভাবা একজন তরুণের পক্ষে ভিন্ন কিছু না। কিন্তু সে বিশেষভাবে এটি ভেবেছিল। এরকম একটি পরিকল্পনাই সাফল্যের পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। ’

‘থওয়েজ ফর প্রমিজ’ কর্মসূচির আওতায় পোশাক কারখানার শ্রমিক ও রোহিঙ্গা নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন বলেও জানান তিনি।

অতিথিদের বক্তব্য শেষে স্নাতক শেষ করা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।