ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ খালেদার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

শনিবার (২০ মে) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি নগরীর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে এস এস খালেদ রোড প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো। আওয়ামী লীগ ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে।

জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে ক্লান্ত হয়নি। বিরোধী দল বিএনপির ওপর একের পর এক নির্যাতনের ইতিহাস রচনা করেছে।  

ডা. শাহাদাত বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলি‍শি তল্লাশি আওয়ামী লীগের এক অশুভ চক্রান্ত। বিএনপি যখনই দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সহায়ক সরকার গঠনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে সরকারের এই ধরনের দুরভিসন্ধিমূলক আচরণ করছে। কিন্তু সারাদেশের বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, গাজী সিরাজউল্লাহ, মাঈনুদ্দিন মুহাম্মদ শহীদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রকিব উদ্দিন ফয়সাল, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জায়েদ বিন রশিদ, জমির উদ্দিন নাহিদ, শাহজাহান কবীর শাহীন, নকিব উদ্দিন ভূইয়া, মোস্তাকিম মাহমুদ, গুলজার হোসেন, শাহীন হায়াৎ, সালাহ উদ্দিন আলী, আবু বক্কর সিকদার, শফিউল আলম শফি, রাসেদুল ইলিয়াছ, আরমান চৌধুরী, সামিউল আমিন জিসান, আবুল কালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।