ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৩ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে (ফাইল ফটো)

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয়জন।

শনিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- পথচারী মনিকা রানী দাশ (৪৫), মাইক্রোবাসের যাত্রী মো. সোলায়মান (৫০) ও মো. নাসের (৬০)।

 

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে মিরসরাইয়ের বারইয়ারহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহত নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির মো. হামিদুর রহমান বাংলানিউজকে জানান, সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের সবাইকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মে ২০, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।