[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৭ বৈশাখ ১৪২৫, ২০ এপ্রিল ২০১৮

bangla news

যুবলীগ চেয়ারম্যান চট্টগ্রামে আসছেন শনিবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৮:৩৪:৪৯ পিএম
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

চট্টগ্রাম: যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী শনিবার (২০ মে) সকাল ৯টা ১০ মিনিটে একটি বেসরকারি বিমানযোগে চট্টগ্রাম আসছেন।

এদিন বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী ডা. শামসুল হুদা চৌধুরী’র ওপর রচিত ‘অনুপ্রেরণার উৎস’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যা জানানো হয়।

উল্লেখ্য যে, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উত্তর জনপদের স্বনামধন্য চিকিৎসক ডা. শামসুল হুদা চৌধুরী’র দ্বিতীয়পুত্র।

এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর যুবলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলত হবেন। একই দিন রাত ৯টায় বিমানযোগে তিনি ঢাকা ফিরে যাবেন। সফর সঙ্গী হিসেবে যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রিয় নেতা তার সাথে থাকবেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa