[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আষাঢ় ১৪২৫, ২১ জুন ২০১৮

bangla news

পানিতে ডুবে তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৬:২৪:২২ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলায় নাহিদা সুলতানা নাজমা (১৮) নামের এক তরুণীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) বেলা আড়াইটার দিকে পূর্ব চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নাজমা মো. কামরুল ইসলামের মেয়ে। তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল।

বিকেল সাড়ে তিনটার দিকে ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর।

মেডিকেল অফিসার গৌরি সাহা বলেন, পানিতে ডুবে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইস্কান্দর জানান, বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে গিয়ে নাজমা নিখোঁজ হয়। এরপর পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাজমা মৃগী রোগী ছিলেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১৯, ২০১৭

এআর/টিসি

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa