ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মইজ্জারটেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
মইজ্জারটেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রাম: কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম রিমন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ মে) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গরিলাল চাকমা বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের পেকুয়া যাওয়ার উদ্দেশ্যে পেকুয়ার টৈটং পশ্চিম সোনাইছড়ির ফৌজিয়াপাড়ার মো. আবদুল ওয়াদুদের ছেলে সাইফুল দুই আরোহীসহ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

মইজ্জারটেক এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

এর মধ্যে সাইফুলকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান গরিলাল চাকমা।

তিনি জানান, আহত আকতার হোসেনকে চমেক হাসপাতালের নিচতলার ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহত সাইফুলের বড় ভাই মোহাম্মদ মিশু বাংলানিউজকে জানান, সাইফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আকতার এবং একে খানকে মোটরসাইকেলে নিয়ে সাইফুল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, আহত দুজনের মধ্যে আখতার গুরুতর আঘাত পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।