ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাসবাউবি উৎসবের লোগো উন্মোচন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
নাসবাউবি উৎসবের লোগো উন্মোচন নাসবাউবি উৎসবের লোগো এবং প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

চট্টগ্রাম: নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (নাসবাউবি) গৌরবের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন সমাযোগ উপলক্ষে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নাসবাউবি উৎসবের লোগো এবং প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় বুধবার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে তিনি বলেন, দেশসেরা নাসিরাবাদ স্কুলের উৎসবটিও দেশসেরা হওয়া চাই।

আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি লোগো ও স্লোগান এবং প্যাড, রেজিস্ট্রেশন ফরমেরও প্রশংসা করেন।

প্রাক্তন ছাত্ররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান সাবেক ক্রীড়িবিদ মনির হোসেন জাহাঙ্গীর, প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা মো. শহীদুল্লাহ প্রিন্স, নঈম উদ্দিন মাহমুদ, মো. রুহুল্লাহ নোমান, শামস মো. জিয়াউল হক, এসএম সাইফুল ইসলাম, মো. মাসুদ, সানোয়ার হোসেন নয়ন, শহীদ হিরো, মো. মাহমুদুল হক, মো. আমজাদ হোসেন, রেজাউল আলম চৌধুরী রুবেল, মো. হেফাজতুর রহমান ইকবাল, ওমর ফারুক, মইনুল হোসেন চৌধুরী শিমুল, জিয়াদ পারভেজ, শাহ মোহাম্মদ মোস্তফা, জিতেন বড়ুয়া, মুজিবুর রহমান মনি, সবুজ দাশ, শহীদুল্লাহ মিঠু, মোবারক আলী, দ্বীপালোক দেওয়ানজী সিনু, মো. নাজমুর সাফা রিমন, সৈয়দ মো. রিজবান উল্লাহ, রায়হান মাহমুদ, এসএম মিরাজ, মো. সামিউল হক আকীল, মোহাম্মদ জাহেদ, আশফাকুর রহমান শোভন, মুমিনুল হক, শিহাব রেজা, ওয়াকিল বিন নিজাম প্রমুখ।

১৯৯৯ ব্যাচের ছাত্র মোহাম্মদ সাইফুল ইসলামের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। আনুষ্ঠানিকতার প্রথম দিনই ১১১ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

পরিষদের মহাসচিব শওকত বাঙালি সবার যোগে উৎসবকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, শুরুর দিকে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তাদের জন্য বিশেষ চমক রয়েছে। শুধু চট্টগ্রামে নয়, পুরো দেশে একটি ভিন্নরকম উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।