ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘তালা’ খুলল ইউএসটিসির, জটিলতা কাটছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
‘তালা’ খুলল ইউএসটিসির, জটিলতা কাটছে

চট্টগ্রাম: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে ক্যাম্পাসের ‘তালা’ খুলে দিয়েছেন।

তিনটি ব্যাচের শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিএমডিসি নিবন্ধন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে শিক্ষার্থীরা একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দেন।

ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া বাংলানিউজকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শর্ত মানা এবং তিন ব্যাচের শিক্ষার্থীদের বিএমডিসির অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ায় শিক্ষার্থীরা একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দিয়েছে।

যথারীতি আমরা রোগী ভর্তি, একাডেমিক কার্যক্রম শুরু করেছি। আশাকরি, শিগগির পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আন্দোলনরত একজন শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, আমাদের দাবি পূরণে সরকার, মন্ত্রণালয়, বিএমডিসি কর্তৃপক্ষ এবং ইউএসটিসি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। আমরা আন্দোলন স্থগিত করে, তালা খুলে দিয়েছি। এখন পরীক্ষার পড়াশোনায় ব্যস্ত হতে চাই। দেশি-বিদেশি হাজারো শিক্ষার্থীর প্রিয় ক্যাম্পাস আবারও মুখর হয়ে উঠবে।  

ইউএসটিসির উপাচার্যকে ঘিরে রেখেছেন শিক্ষার্থীরা

ইউএসটিসির প্রোভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ 

তালাবদ্ধ ইউএসটিসিতে আবারও বিক্ষোভ, সড়ক অবরোধ

১০ কোটি টাকা কোষাগারে না দিলে কঠোর অবস্থান মহিউদ্দিনের

ইউএসটিসির শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের একাত্মতা

'ইউএসটিসির সব বিভাগে তালা পড়বে সোমবার'

বিএমডিসি রেজিস্ট্রেশন জটিলতায় হাসপাতাল বন্ধ

বিএমডিসি নিবন্ধনের দাবিতে মূল ফটকে তালা

এমবিবিএস ডিগ্রি নিয়ে কী করবো!

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।