ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিজেডএমের জাকাত ফেয়ার স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
সিজেডএমের জাকাত ফেয়ার স্থগিত

চট্টগ্রাম: সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) পঞ্চম জাকাত ফেয়ার ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। শুক্র ও শনিবার (১৯ ও ২০ মে) চিটাগাং ক্লাবে জাকাত ফেয়ারটি হওয়ার কথা ছিল।

বুধবার (১৭ মে) রাত পৌনে নয়টায় সিজেডএমের মহাব্যবস্থাপক খন্দকার জাকারিয়া আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। জাকাত ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্যসচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের আদেশক্রমে তিনি এ বিজ্ঞপ্তি পাঠান বলে উল্লেখ করা হয়।

 

জাকাত ফেয়ারের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নকশার প্রধান নির্বাহী মোহাম্মদ ইসমাইল চৌধুরী বাংলানিউজকে জানান, খুব সম্ভবত জাকাত ফেয়ারের উদ্বোধনী দিনে আমন্ত্রিত অতিথিরা সময় দিতে না পারায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

৬০ হাজার কোটি টাকার জাকাত হবে বাংলাদেশে

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।