ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

চট্টগ্রাম: বোয়ালখালীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভাঁ ফকিরের মাজার এলাকার মুছার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

করুণ মৃত্যুর শিকার তিন শিশু হলো প্রবাসী মো. হারুনের তিন বছর বয়সী জমজ মেয়ে সানাম ও সেহের এবং হারুনের ভাই দিনমজুর ফারুকের কন্যা আনজু (৩)।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী জানান, দুপুরে বাড়ীর সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।

এসময় ওই তিন শিশু মিলে খেলছিল। পরবর্তীতে ঘুম ভাঙলে তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকেন।
এক পর্যায়ে বাড়ীর পেছনের পুকুরে তাদের ভাসতে দেখা যায়।

সেখান থেকে তাদের উদ্ধার করে বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর জানান,  ‘হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।