ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোমরে রশি বেঁধে মদ পাচার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
কোমরে রশি বেঁধে মদ পাচার! মদ পাচারের সময় আটক নারী

চট্টগ্রাম: কোমরে রশি বেঁধে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পাচারকালে পুলিশের হাতে ধরা পড়েছেন কমরু বেগম (৩০)। রোববার (১৪ মে) দুপুর দেড়টার দিকে বাঁশখালী থানার পুঁইছড়ির প্রেমবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালানো হয়। অভিযানে থানার এসআই আবু হানিফের নেতৃত্বে কমরু বেগম নামে এক নারীর কোমরে রশি বাঁধা অবস্থায় ৭টি স্যালাইনের ব্যাগ পাওয়া যায়।

স্যালাইনের ব্যাগে করে ওই নারী চোলাই মদ পাচার করছিলেন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসবি/টিসি
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।