ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটিতে ইমোশনাল ইন্টেলিজেন্স কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সাদার্ন ইউনিভার্সিটিতে ইমোশনাল ইন্টেলিজেন্স কর্মশালা সাদার্ন ইউনিভার্সিটিতে ইমোশনাল ইন্টেলিজেন্স কর্মশালা

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়ক কর্মশালা সম্প্রতি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশে এমবিএ শিক্ষার্থীদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন মাইডাস সেফটি’র হেড অব এইচআর শিহাব উদ্দিন খান। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মশালায় এমবিএ’র ৪১ জন শিক্ষার্থী হাতে কলমে প্রশিক্ষণ নেন।

এতে প্রশিক্ষক ইমোশনাল ইন্টেলিজেন্সের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং নেতৃত্ব উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স কীভাবে সহায়ক ভূমিকা পালন করে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ১৪, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad