ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গোপসাগর থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
বঙ্গোপসাগর থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১০ মে) রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা কমান্ডার এম মামুনুর রশিদ বাংলানিউজকে জানিয়েছেন, টহল জাহাজ রুপসী বাংলা থেকে বহির্নোঙ্গরের এক নম্বর বয়ার প্রায় দেড় নটিক্যাল মাইল পশ্চিমে ভাসমান মরদেহটি দেখে উদ্ধার করা হয়েছে।  কোস্টগার্ডের হাইস্পিড বোট মেটালশার্ক-২ এর মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাতনামা ওই পুরুষের হাত এবং পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পরনে ছিল লুঙ্গি।   তার বয়স আনুমানিক ৪০।

রাতেই মরদেহটি নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ১১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।