ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজস্ব জমিতে চিটাগাং খুলশী ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
নিজস্ব জমিতে চিটাগাং খুলশী ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন নিজস্ব ভূমিতে ক্লাব কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন, ছবি:বাংলানিউজ

চট্টগ্রাম: চিটাগাং খুলশী ক্লাব লিমিটেডের বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠান, ক্লাবের নিজস্ব ভূমিতে ক্লাব কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর খুলশী থানার ফয়েজ লেক এলাকায় ক্লাবের নিজস্ব জায়গায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সদস্য, পরিবার, নগরীর বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মেজবান অনুষ্ঠানে ক্লাবের নিজস্ব ভূমিতে ক্লাব কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। এসময় প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রফিক উদ্দিন বাবুলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেজবানে আগত সদস্য ও অতিথিদের স্বাগত জানান, ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, সহ-সভাপতি রফিক উদ্দিন বাবুল, কার্য নির্বাহী সদস্য আবু হাসনাত চৌধুরী, ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ, হোসনে আরা নাজ।

নির্মাণাধীন খুলশী ক্লাব কমপ্লেক্স ডিজাইন

এসময় আলী আহসান মো. মুজাহিদ বাইগ, ওয়াহিদুজ্জামান বাবু, মিজানুর রহমান মজুমদার, জাকির হোসেন, জসিম উদ্দিন আহমেদ, হোসাইন মো. শোয়াইব, আনোয়ার সাজ্জাদ লিপন, রাইসুল উদ্দিন, জাহাঙ্গীর আলম, শিহাব মালেক, মারজানুর রহমান, এমদাদুল হক চৌধুরী, আলমাস শিমুল, আবু সাদাত মো. ফয়সাল, মো.গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ভাড়া ভবনে ক্লাব পরিচালনা করে আসছিল। ফয়েজ লেক আনসার ক্যাম্পের বিপরীতে ক্লাবের নিজস্ব জমি ক্রয়ের আনন্দ উদযাপনে শনিবার (২৯ এপ্রিল) মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সদস্য সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে জানিয়ে চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’র প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বাংলানিউজকে জানান, বর্তমানে আরও ১ হাজার ২০০ সদস্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই আদলে গড়ে উঠবে চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড

অনুষ্ঠানে চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’র প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ৪৮ কাঠা জমির উপর প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লাবের মূল ভবন গড়ে উঠবে। এতে আধুনিক ক্লাবের সকল সুযোগ সুবিধা থাকবে। আগামী কয়েক বছরের মধ্যে চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড বাংলাদেশের সকল ক্লাবের মধ্যে অনন্য ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করবে।

মেজবান অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রফিক উদ্দিন বাবুল বলেন, চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড সকল সদস্যের স্বপ্নের ক্লাব, এই ক্লাবকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পরিকল্পনায় ক্লাবের সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন।     

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কার্য নির্বাহী সদস্য আবু হাসনাত চৌধুরী, মিজানুর রহমান মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।