ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুইঘণ্টা পর চট্টগ্রাম ছাড়লো সুবর্ণ এক্সপ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
দুইঘণ্টা পর চট্টগ্রাম ছাড়লো সুবর্ণ এক্সপ্রেস

চট্টগ্রাম: দুইঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন।  শনিবার (২৯ এপ্রিল) সকাল ৭টায় মার্শালিং ইয়ার্ড থেকে আরেকটি বগি যুক্ত করার পর সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে একটি বগির ভ্যাকুয়াম সিস্টেমে ত্রুটি দেখা দিলে নগরীর কদমতলী এলাকায় ট্রেনটি থামানো হয়। পরে সেটিকে স্টেশনে আনা হয়।

এ বিষয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টায় স্টেশন ছেড়ে যায়। কিন্তু কে বা কারা ট্রেনের ৬২১৪ বগির ভ্যাকুয়াম সিস্টেমের হাওয়া ছেড়ে দিলে এটি কদমতলী এলাকায় গিয়ে থেমে যায়।

পরে স্টেশনে ফিরিয়ে আনার পর বগিটিকে ড্যামেজ ঘোষণা করা হয়।

মার্শালিং ইয়ার্ড থেকে নতুন একটা বগি সংযোজন করে প্রায় দুইঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

**বগি ড্যামেজ, চট্টগ্রাম ছাড়েনি সুবর্ণ এক্সপ্রেস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।