ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খেলতে খেলতেই দেয়াল চাপায় চলে গেল শিশুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
খেলতে খেলতেই দেয়াল চাপায় চলে গেল শিশুটি

চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার ডিসি রোডের শিশু কবরস্থান এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম জুনায়েদ মুন্সী (৪)।   শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, ‘সমবয়সীদের সঙ্গে খেলার সময় হঠাৎ করে পাশের নির্মাণাধীন ভবনের নিচ তলার একাংশের দেয়াল তার ওপর ধসে পড়ে।   এতে গুরুতর আঘাত পায় জুনায়েদ।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ’

এলাকাবাসীরা জানান, দুইদিন আগে স্থাপন করা প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার দেয়ালটি।  তৈরির মাত্র দুদিন হওয়ায় সেটি এখনও নরম অবস্থায় ছিল।   এই দেয়ালের সঙ্গে একটি টিনের দরজা লাগানো ছিল।  দরজাটি কেউ একজন টান দিলে দেয়ালটি ধসে পড়ে।   এতেই শিশুটির মৃত্যু হয়।   দরজাটি কে টান দিয়েছিল তা কেউ বলতে পারছে না।

জুনায়েদ মুন্সীর বাবার নাম আব্দুল জলিল মুন্সী। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।   তবে রিকশা চালক জলিল মুন্সী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।