ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফে ৩৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
টেকনাফে ৩৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার ৩৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

কক্সবাজার: টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে ৩৬ কোটি টাকা মূল্যের ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।  শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বস্তাভর্তি এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

টেকনাফস্থ-২ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, বিভিন্ন বিওপির টহল দলের সদস্যরা এক হয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের অবস্থান টের পেয়ে ইয়াবা বহনকারীরা পালিয়ে যায়।

পরে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি টাকা।

ইয়াবাগুলো পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

উদ্ধার করা এই চালানটি বিজিবি কর্তৃক একক অপারেশনে উদ্ধারকৃত সবচেয়ে বড় চালান বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।