ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্ধ্যায় ফায়ার ওয়ার্কসে শেষ হচ্ছে পোর্ট এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
সন্ধ্যায় ফায়ার ওয়ার্কসে শেষ হচ্ছে পোর্ট এক্সপো পোর্ট এক্সপো। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরের ১৩০ তম প্র্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পোর্ট এক্সপো বাংলাদেশ ২০১৭’র সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল পাঁচটায় শুরু হবে।

বন্দর স্টেডিয়ামসংলগ্ন নবনির্মিত কার শেডে বৃহস্পতিবার পোর্ট এক্সপো শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ণাঢ্য এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।

পোর্ট এক্সপো

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সাফল্য ও কার্যক্রমের ওপর ভিডিও ক্লিপ প্রদর্শন, বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর উপস্থাপনা, সেরা তিনটি স্টলকে পুরস্কার প্রদান, ফায়ার ওয়ার্কসসহ নানা কর্মসূচি রয়েছে।

পোর্ট এক্সপোতে বাংলাদেশ নেভি, কোস্টগার্ড, বন্দরের ১৫টি বিভাগ, সাইফ পাওয়ারটেক, বিজিএমইএ, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকডা, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কেএসআরএম, জিপিএইচ, বড়তাকিয়া গ্রুপ, রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বাফা, মার্কস লাইন, ওওসিএল, জাহানারা কনস্ট্রাকশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রয়েছে।    

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭

এআর/আইএসএ/টিসি  

**ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ

**বে-টার্মিনালকে ফাস্ট ট্র্যাকে আনুন

**বন্দরের সুনাম বাড়াতে এক হয়ে কাজ করার আহবান

**পোর্ট এক্সপো: রেডিসনে রাতযাপন ১০০ ডলারে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।