ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন সবজিতে স্বস্তি, দামে অস্বস্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
নতুন সবজিতে স্বস্তি, দামে অস্বস্তি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমের নতুন সবজি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মৌসুমি সবজিতে ভরে উঠেছে নগরীর কাঁচাবাজারগুলো। তবে চড়া দামের কারণে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ব্যবসায়ীদের দাবি, গেল সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। এছাড়া বাজারে এখন যেসব সবজির দেখা মিলছে সবই মৌসুমের নতুন সবজি।

তাই দাম কিছুটা বাড়তি।

শুক্রবার (২৮ এপ্রিল) নগরীর চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে কাকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, মুলা ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নতুনভাবে বরবটি, বেগুন, করলা, কচুর লতিও আসতে শুরু করেছে বাজারে।  বরবটি ও বেগুন কেজিতে ৫০ টাকা, কচুর লতি ৪০ টাকা ও করলা বিক্রি হচ্ছে কেজিতে ৪০ টাকা করে।

এছাড়া আলু ১৮-২০ টাকা, শশা ৩৫ টাকা, পেঁপে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  কমেছে লাল শাকের দাম। বর্তমানে লাল শাক ও মুলা শাকের আঁটি ৫ টাকা দরে পাওয়া যাচ্ছে। পুঁই শাক প্রতি আঁটি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমের নতুন সবজি

এদিকে বাজারে নতুন সবজি দেখে খুশি হলেও দাম নিয়ে অসন্তোষ দেখা গেছে ক্রেতাদের মাঝে। তাদের অভিযোগ রমজানকে সামনে রেখে বিক্রেতারা সবজির দাম বাড়িয়ে দিচ্ছে।

চকবাজার কাঁচাবাজরে সবজি কিনছিলেন সাইফ নামে এক ক্রেতা। তিনি বাংলানিউজকে বলেন, বাজারে অনেক নতুন সবজি দেখতে পাচ্ছি। যেকোনো নতুন কিছু কিনতে ভালো লাগে।  তবে দাম অনেক বেশি।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা আব্দুল রহিম বাংলানিউজকে বলেন, গেল সপ্তাহে বৃষ্টি হওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে বেশ কিছু নতুন সবজি বাজারে এসেছে।  হাটহাজারী, বাঁশখালী ও পটিয়া থেকে এসব সবজি আসছে।  নতুন সবজি আসায় দাম তো একটু বেশি হবেই।

চকবাজারে সবজি বিক্রেতা আব্দুর রহমান বলেন, গত সপ্তাহে পানিতে তলিয়ে গেছে আমাদের অনেক সবজি।  নষ্টও হয়েছে অনেক। সব মিলিয়ে তাই সবজির দাম বাড়তি।

এদিকে স্থিতিশীল রয়েছে মাংসের বাজারদর। তবে দেশি মুরগি কেজিতে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে দেশি মুরগি কেজিতে ছিল ৩৭০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়। গরুর মাংস ৬০০ টাকা ও ছাগলের মাংস ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  এছাড়া ডজন প্রতি দেশি ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা, ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ডজন ৮৫ টাকায়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।