ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিয়ের আগের দিন কিশোরির বিয়ে বন্ধ করলো ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিয়ের আগের দিন কিশোরির বিয়ে বন্ধ করলো ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম: বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযানের নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি।

তিনি বাংলানিউজকে জানান, ‘সুপ্রিয়া সরকার নামে কধুরখীল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের পিঁড়িতে বসানোর আয়োজন চলছিল।
শুক্রবার (২৮ এপ্রিল) বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বস্ত্রালংকার অনুষ্ঠানের আয়োজন করছিল কনের পরিবার।
 
‘খবর পেয়ে গায়ে হলুদের (বস্ত্রালংকার) অনুষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে কনের বাবা কার্তিক সর্দারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়েছে। ’
 
কার্তিক সর্দার বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী সর্দারপাড়ার যতীন্দ্র সর্দারের ছেলে।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad