ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
সিদ্দিক আহমেদ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ সিদ্দিক আহমেদ

চট্টগ্রাম: সদ্যপ্রয়াত বিশিষ্ট সাংবাদিক, অনুবাদক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অমোঘ অর্ঘ্য হিসেবে লেখা-রেখা-ছবিতে সমৃদ্ধ একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রকাশিত স্মারকগ্রন্থের জন্য আগ্রহী লেখক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এ বরেণ্য মানুষটির জীবন ও কর্ম এবং গুরুত্বপূর্ণ স্মৃতি সম্পর্কিত লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৩০ মে’র মধ্যে ‘আবির প্রকাশন, সাত্তার ম্যানসন (দ্বিতীয় তলা), মোমিন রোড, চট্টগ্রাম’ ঠিকানায় লেখা পাঠানো যাবে।

[email protected] এ মেইলেও লেখা পাঠানো যাবে।

ফাউন্ডেশনের আহ্বায়ক শামীম আল আজাদ এ ব্যাপারে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।

বর্ষীয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদ আর নেই

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৭

এআর/টিসি  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad