ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১ লাখ চিংড়ি পোনা সাগরে ছেড়ে দিল ম‍ৎস্য দপ্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
১ লাখ চিংড়ি পোনা সাগরে ছেড়ে দিল ম‍ৎস্য দপ্তর

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূল থেকে নির্বিচারে আহরিত ১ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করে ফের সাগরে ছেড়ে দিয়েছে মৎস্য দপ্তর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক এ অভিযানে নেতৃত্ব দেন।

মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, সকাল আটটা থেকে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগর এলাকায় বিহিন্দি জাল, কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানকালে কর্ণফুলীর মোহনা এলাকায় অবৈধভাবে বাগদা চিংড়ির পোনা আহরণ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ১ লাখ বাগদা চিংড়ির পোনাসহ প্রচুর প্লাস্টিক ড্রাম, বালতি, গামলা, ঠেলা জালসহ পোনা আহরণের সরঞ্জামগুলো জব্দ করা হয়।

চিংড়ি পোনাগুলো ফের সাগরে ছেড়ে দেওয়া হয়। সরঞ্জামগুলো পুড়িয়ে ফেলা হয়।

তিনি জানান, একটি বাগদা চিংড়ির পোনা ধরার সময় অন্ততপক্ষে ৭৫-১০০ প্রজাতির মৎস্যপোনা মেরে ফেলা হয়। তাই সরকার প্রাকৃতিক উৎস থেকে চিংড়ি পোনা আহরণ, পরিবহন, মজুদ, বিক্রি নিষিদ্ধ করেছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৭

এআর/টিসি  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad