ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রিয়াজউদ্দিন বাজারে চসিক ম্যাজিস্ট্রেটের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
রিয়াজউদ্দিন বাজারে চসিক ম্যাজিস্ট্রেটের অভিযান রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ম্যাজিস্ট্রেট সনজিদা শরিমন

চট্টগ্রাম: কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ম্যাজিস্ট্রেট সনজিদা শরিমন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চসিকের ট্রেড লাইসেন্স নবায়ন, গ্রহণ ছাড়া ব্যবসা পরিচালনা করায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আল আমিন ম্যানসনের মেসার্স মা-মণি ট্রেডার্সকে ২ হাজার টাকা, আনজুমান মার্কেটের ক্যাবল ভিউ-২ কে ১ হাজার টাকা, খালেক ম্যানশনের শাহ আমানত লেদারকে ৩ হাজার টাকা, সাইফুল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আয়েশা ম্যানশনের আল মক্কা ট্রেডার্সকে ১ হাজার টাকা, সাদিয়া লেদার হাউসকে ১ হাজার টাকা, এসএস রোডের শফি শুঁটকি বিতানকে ৫ হাজার টাকা, ইউনুছ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এআর/টিসি  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।