ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উদ্বোধনের অপেক্ষায় পোর্ট এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
উদ্বোধনের অপেক্ষায় পোর্ট এক্সপো চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম: বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে প্রথমবারের মতো পোর্ট এক্সপো’র আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপো’র মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বন্দর ব্যবহারকারী সংস্থাগুলোর কার্যক্রম ও সক্ষমতা তুলে ধরা। যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হন।

গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো আয়োজিত পোর্ট এক্সপোতে বাংলাদেশের সকল বন্দর, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থা, বন্দর ব্যবহারকারী, স্টেকহোল্ডার, ব্যবসায়ী সংগঠন, নিরাপত্তা সংস্থাগুলো অংশ নিচ্ছে। ১২৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

পোর্ট এক্সপোর থিম নির্ধারণ করা হয়েছে পোর্ট প্রোডাক্টিভিটি প্রোসপারিটি বা বন্দরেই সমৃদ্ধি। কারণ বন্দরের মধ্যেই দেশের সমৃদ্ধি লুকায়িত।

শুক্রবার বিকেলে এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বন্দর সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।