ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আট মাস পর ম্যাজিস্ট্রেট পেল সিডিএ

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আট মাস পর ম্যাজিস্ট্রেট পেল সিডিএ আট মাস পর ম্যাজিস্ট্রেট পেল সিডিএ

চট্টগ্রাম: দীর্ঘ ৮ মাস থমকে থাকার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে উচ্ছেদ অভিযানের গতি আসছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন এসএম শফি কামাল।

এর আগে তিনি লক্ষীপুর ও রামগড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
যোগদানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
আট বছর দায়িত্ব থাকার পর ৬ষ্ঠ বারের মত নিয়োগ পাওয়ার দুইদিনের মাথায় সিডিএ’তে ম্যাজিস্ট্রেট নিয়োগ পেয়েছেন।
 
সিডিএ সূত্রে জানা যায়, সিডিএ’তে সর্বশেষ ২০১৫ সালের আগষ্টে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেয়া খিন ওয়ান নু ২০১৬ সালের অক্টোবরে বান্দরবান জেলার লামা উপজেলার ইউএনও হিসেবে বদলি হয়ে যান।
এরপর থেকেই ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে।
 
থমকে ছিল সিডিএ’র নকশা অনুমোদন ছাড়া ভবন, নকশা বহির্ভুত স্থাপনা, খাল-নালা-সড়কের জায়গা দখল, বহুতল ভবনের পার্কিয়ের জন্য নির্দারিত নিচতলায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা, বাসা-বাড়ির নকশা অনুমোদন নিয়ে স্কুল-কলেজ পরিচালনা, আবসিক ভবনের বাণিজ্যিক ব্যবহারসহ নানা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান।
 
তবে ম্যাজিস্ট্রেট কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা না হলেও নগরীতে সার্ভে (জরিপ) রাখা হয়েছে জানিয়ে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালান বাংলানিউজকে বলেন, ‘অবৈধ স্থাপনা যেখানেই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হবে এবার প্রধান কাজ। নগরীতে কোথাও অবৈধ স্থাপনা থাকবে না। ম্যাজিস্ট্রেট যোগ দিয়েছেন। শিগগিরই সিডিএ‘র নকশা বহির্ভুত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
 
লাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।