ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ চারজন সহ মোট পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার সলিমপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ চারজন হলেন, মোস্তাফা কামাল (৫৫), সাইদুল ইসলাম রণি (২৪), কবির হোসেন (৩৫), সাইফুল ইসলাম (২০)।

আহত আরেকজনের নাম তমিজ উদ্দিন (৪০)।

তাদের মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা বাংলানিউজকে বলেন, ‘ওই এলাকায় সিডিএর উদ্যোগে চারলেইনের একটি সড়কের কাজ করা হচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে চারজন গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হন। তাদের সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। ’

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।