ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিনকে দেখতে গেলেন মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিনকে দেখতে গেলেন মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিনকে দেখতে যান মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: ব্রেন স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনকে দেখতে গেছেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে নগরীর মেহেদিবাগের ম্যাক্স হসপিটালে গিয়ে জেলা কমান্ডারের চিকিৎসার খোঁজখবর নেন মেয়র।

এ সময় নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মোহাম্মদ ইসহাক, কার্যকরী সদস্য হেলাল আহম্মদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. নূর হোসেন ভূঁইয়া লাতিন, সদস্য ডা. রিজোয়ান রেহান, মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম প্রমুখ।

জেলা কমান্ডার সাহাবউদ্দিনের ছেলে তাহসিন মাহমুদ বাংলানিউজকে জানান, রোববার (২৩ এপ্রিল) বিকেলে অফিসে কাজ করার সময় বাবা ব্রেন স্ট্রোক করেন। এরপর তিনি চেয়ার থেকে পড়ে যান।

দ্রুত তাকে ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসক পর্যবেক্ষণে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৭

এআর/টিসি  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।