ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এখানে একটি খাল ছিল

রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এখানে একটি খাল ছিল এভাবেই ময়লা জমে আছে মাস্টার পুলের কাছে চাক্তাই খালে ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: ‘দেশ স্বাধীনের পরও এই খালে আমরা গোসল করতাম, মাছ ধরতাম। ডিঙ্গি নৌকা চলত। চোখের সামনে খালটা ধ্বংস হয়ে গেল।’ 

নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডে মাস্টারপুলের উপর দাঁড়িয়ে চাক্তাই খাল নিয়ে এভাবেই আক্ষেপের কথা বলছিলেন ৬৪ বছর বয়সী আবুল কাশেম। তিনি চাক্তাই পাড়ের ঘাটফরহাদবেগ এলাকার ভূমিপুত্র।

 

মাস্টারপুলেরর উপর দাঁড়িয়ে উত্তর দিকে তাকালে অন্তত এক কিলোমিটারের মধ্যে খালের নিশানা খুঁজে পাওয়া কঠিন।  

দক্ষিণ দিকে তাকালে পানির স্রোত দেখা যায়, তবে দখলে দখলে সংকুচিত খালে সেই স্রোত দেখে পানির ক্ষীণ ধারা বলেই মনে হয়।

 

অাবুল কাশেম বাংলানিউজের কাছে স্মৃতির ঝাঁপি মেলে ধরেন।  

ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খাল, ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

তিনি বলেন, আমার ববয়স যখন চার বছর, পাকিস্তান আমলে তখন চাক্তাই খালের উপর বাঁশের সাঁকো ছিল। দেশ স্বাধীনের বেশ কয়েক বছর আগে এলাকার জমিদার কাজেম আলী মাস্টারের পরিবার তক্তার পুল বানায়। দেশ স্বাধীনের অনেক বছর পর পাকা ব্রিজ হয়। সেটা ভেঙ্গে যাবার পর লোহার ব্রিজ বানানো হয়। চার বছর আগে আবার পাকা ব্রিজ বানানো হয়েছে।

' ৭২ - ৭৩ এর দিকেও চাক্তাই খালে স্রোত ছিল। আমরা ছোট ছোট চিংড়ি মাছ জাল দিয়ে ধরতাম। গোসল করত এলাকার ছেলেরা। ৮০ সালের পর খাল দখল হতে শুরু করে। '

বলুয়ার দিঘী পাড়ের বাসিন্দা সুশীল দাশ বলেন, ৪২ বছর ধরে এই এলাকায় আছি। খালটাকে এখন দেখলে কষ্ট লাগে। কি ছিল আর কি হয়েছে।

আবুল কাশেম বলেন, এখন খালে আর পানি দেখি না। ময়লা আর ময়লা। মানুষ এখন ময়লার উপর হেঁটে যায়। বেশি খারাপ লাগে। এটা কি চাক্তাই খাল নাকি নালা, বুঝতে পারি না।

স্থানীয় রিকশাচালক বাবুল সরকার বলেন, এক বছরেও একবার ময়লা পরিস্কার করতে আসে না। কাউকে বলে কোন লাভ হয়না। চোখের সামনে একটা খাল নষ্ট হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময় ০৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরডিজি/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।