ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীর ইউপি নির্বাচনে উৎসবের সাথে আছে উদ্বেগও !

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বাঁশখালীর ইউপি নির্বাচনে উৎসবের সাথে আছে উদ্বেগও ! বাঁশখালীর ইউপি নির্বাচনে উৎসবের সাথে আছে উদ্বেগও !

চট্টগ্রাম: বারংবার পিছিয়ে বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদের সেই কাঙ্খিত নির্বাচন মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এবার চেয়ারম্যান পদে ৭২, সংরক্ষিত সদস্য পদে ১৩১ এবং সাধারণ সদস্য পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

১৪ ইউনিয়নের ১৩৫টি ভোট কেন্দ্রে এবার দুই লাখ ৭২ হাজার ৪৪০ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে এক লাখ ৪১ হাজার ৯৮৮ জন পুরুষ এবং এক লাখ ৩০ হাজার ৪৫২ জন মহিলা ভোটার।

রোববার (২৩ এপ্রিল) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকতা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষে প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বাঁশখালীতে ব্যালট পেপার, ব্যালট বক্স,কালিসহ ভোটগ্রহণের সকল সরঞ্জামাদি পৌঁছে গেছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে ৫ জন রিটার্নিং কর্মকর্তা, ১৩৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৫৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং এক হাজার ৫১২ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ’

বাঁশখালীর ১৪ ইউনিয়নে উৎসবমূখর পরিবেশ বিরাজ করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বেশ কয়েকজন প্রার্থী বিশৃঙ্খলার আশঙ্খা করছেন।

ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হারুন উর রশিদ বাংলানিউজকে বলেন, ‘তিনবার পেছানোর পর যখন কয়েকদিন আগে নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়। তখন থেকেই এক প্রার্থী নানা হুমকি-ধমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করে জোর করে নাকি সে জয়ী হবে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ জুররি। ’

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ ফরিদ বাংলানিউজকে বলেনে, ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্ততি নেয়া হচ্ছে। সোমবার ১৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সকল সরঞ্জাম পাঠানো হবে। যেকোন বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। ’

শীলকূপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক সিকদার বাংলানিউজকে বলেন, `আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ’

এদিকে, ১৩৫ ভোটকেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহিৃত করেছে প্রশাসন। প্রত্যেক ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষককের পাশাপাশি থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স।

তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যের পাশাপাশি দেড় হাজার পুলিশ সদস্য ১৪ ইউনিয়নের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ‘কোন অবস্থাতেই ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে দেয়া হবে না। ’

জানা যায়, পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ও সাধারণ আসনে ৫২ জনপদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধনপুরে চেয়ারম্যান পদে৫, সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৮ জন। চেয়ারম্যান পদে ৪,সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৭ জন। বাহারছড়ায় চেয়ারম্যান পদে ৮,সংরক্ষিত ও সাধারণ আসনে ৫১ জন। কাথারিয়ায় চেয়ারম্যান পদে ৭,সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৪ জন। বৈলছড়িতে চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ৩৬ জন। শীলকূপে চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ৩৬ জন। শেখেরখীলে চেয়ারম্যান পদে ৩,সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৬ জন। চাম্বলে চেয়ারম্যান পদে ৫জন,সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৩ জন। পুঁইছড়িতে চেয়ারম্যান পদে ৬,সংরক্ষিত ও সাধারণ আসনে ৩৮ জন। ছনুয়ায় চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৭ জন। খানখানাবাদে চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ১১ জন। সরলে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রশিদ আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল। এতে সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৪ জন। গণ্ডামারায় চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত ও সাধারণ আসনে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।