ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাটল ট‌্রেন থেকে লাফিয়ে হাত ভাঙল শিশুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
শাটল ট‌্রেন থেকে লাফিয়ে হাত ভাঙল শিশুর আল মাসুদের (৮) ডানহাত ভেঙে যায়

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট‌্রেন থেকে লাফ দিয়ে আল মাসুদ (৮) নামে এক শিশু আহত হয়েছে। তার ডান হাত ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে চট্টগ‌্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

রোববার (২৩ এপ‌্রিল) বিশ্ববিদ্যালয়ে সাড়ে পাঁচটার শাটলে এ ঘটনা ঘটে।

মাসুদের বাসা নগরীর দুই নম্বর গেটের শেরশাহ কলোনিতে।

সে বিশ্ববিদ্যালয় থেকে খালি বোতল, প্লাস্টিকসহ বিভিন্ন জিনিস সংগ‌্রহ করতে এসেছিল।

প‌্রত্যক্ষদর্শী আসহাবুর রহমান শোয়েব বাংলানিউজকে বলেন, সাড়ে পাঁচটার শাটল ট‌্রেনটি ছাড়ার আগ মুহূর্তে ট‌্রেনের ছাদ থেকে ওই শিশুটি লাফ দেয়।

এতে তার ডান হাত পুরোটা ভেঙে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে তাকে চমেক ‍হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান বাংলানিউজকে বলেন, একটি শিশু ট‌্রেনের ছাদ থেকে লাফ দিয়ে আহত হওয়ার কথা শুনেছি। তবে আমরা যাওয়ার আগে ট‌্রেন ছেড়ে যাওয়ায় কাউকে পাইনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ‌্রিল ২৩, ২০১৭

জেইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।