ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাজেটের লক্ষ্য দেশিয় শিল্প সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বাজেটের লক্ষ্য দেশিয় শিল্প সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি বাজেট নিয়ে এনবিঅার ও চেম্বারের মধ্যে মত বিনমিয়। ছবি: উজ্জ্বল ধর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশিয় শিল্পকে সংরক্ষণের ব্যবস্থা করা, রফতানিতে প্রণোদনা অব্যাহত রাখা, জনগণের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগ ও উৎপাদনমুখি বাজেট প্রণয়নের লক্ষ্যে এনবিআর কাজ করেছে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো.নজিবুর রহমান।

আগামী বাজেটে সাধারণ মানুষের জীবন স্পর্শকারী পণ্য কর অব্যাহতি পাবে জানিয়ে তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে ভ্যাট ও এসডি আইন বাস্তবায়ন অনলাইন ভিত্তিতে কার্যকর হবে। এটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে।

 

রোববার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারমন্যান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করে।

ব্যক্তিগত বর্তমান করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ, মহিলা এবং ৬৫ বছরের উর্ধ্বে ৩ লাখ থেকে ৫ লাখ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৪ লাখ ৫০ হাজার টাকা, পাবলিকলি ট্রেডেট কোম্পানির কর হার ২৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির কর হার ৩৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।   

রেফ্রিজারেটর অ্যাসেম্বলিং ইন্ডাষ্ট্রি আমদানিকৃত উপকরণের শুল্ক যৌক্তিকভাবে হ্রাস, উৎপাদনমুখি শিল্পে উন্নীত করতে বিনিয়োগবান্ধব এসআরও প্রণয়ন, চট্টগ্রামে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপনের আহবান জানিয়ে চেম্বার সভাপতি নতুন ভ্যাট আইনে কর হার ৭ থেকে ১০ শতাংশ নির্ধারণ, প্রয়োজনীয় অনলাইন ইনফ্রাস্ট্রাকচার নিশ্চিত করা, ক্ষুদ ও কুটির শিল্পের অব্যাহতি ৫০ লাখ, টার্নওভার কর নিবন্ধন সীমা ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ৫০ লাখ নির্ধারন, মূল্য সংযোজনের হার ২০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ধরে করের হার ৩ শতাংশের পরিবর্তে ২ শতাংশ করার সুপারিশ করেন।

বাজেট প্রস্তাবনা এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান হাতে তুলে দনে চট্টগ্রাম চেম্বার নেতগণ।  ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম বলেন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডের গতিধারাকে আরো বেগবান করতে হবে। আশা করি আগামী বাজেটে শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর সংক্রান্ত ব্যবসায়ী সমাজের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে।  

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), কর আইনজীবী সমিতির সভাপতি মো. মাহফুজুল হক মনি, বিজিএমইএ’র পরিচালক কাজী মাহবুব উদ্দিন জুয়েল, বিকেএমই’র সাবেক পরিচালক শওকত ওসমান, ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, আইসিএবি’র সাবেক সভাপতি শওকত হোসেন, বাংলাদেশ আয়রণ অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশন’র সভাপতি আনামুল হক ইকবাল, দোকান মালিক সমিতি সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান, মটর পার্টস এন্ড টায়ার টিউব মার্চেন্ট অ্যাসোসিয়েশন’র আবু তাহের, চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন’র সভাপতি আবুল কাশেম, চিটাগাং আবাসিক হোটেল মালিক অ্যাসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান, ফার্নিচার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাকসুদুর রহমান, ফ্রেশ ফ্রুটস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র মাহবুব রানা প্রমুখ বক্তব্য রাখেন।

চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, মোহাম্মদ হাবিবুল হক, হাবিব মহিউদ্দিন, অঞ্জন শেখর দাশ, মো. জাহেদুল হক, মো. আরিফ ইফতেখার, সাবেক পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৮৪৪ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।